সিলেট: জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের উৎমা এলাকায় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন স্থানীয় জনতা।

নিহত যুবক জাকারিয়া (২৩) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের আলাউদ্দিনের ছেলে।





স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ জুন) ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে গাছের ডালে জাকারিয়ার মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। মরদেহটি একটি গাছের ডালে দঁড়িতে ঝুলছিল।









উৎমা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা এখনও নিশ্চিত  হওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবকের ঝুলন্ত মরদেহ রয়েছে। মরদেহ উদ্ধারের জন্য বিজিবির উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সঙ্গে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিজিবি এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।  

যেহেতু মরদেহ সীমান্তের ওপারে, তাই কিছু আইনি জটিলতার জন্য মরদেহ উদ্ধারে দেরি হচ্ছে বলেও জানান তিনি।

এনইউ/এসআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews