সিলেট: জেলার সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জের উৎমা এলাকায় ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন স্থানীয় জনতা।
নিহত যুবক জাকারিয়া (২৩) উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের আলাউদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে যোগাযোগ করছে বলে জানা গেছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, সীমান্তের পিলারের ওপারে এক যুবকের ঝুলন্ত মরদেহ রয়েছে। মরদেহ উদ্ধারের জন্য বিজিবির উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সঙ্গে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। বিজিবি এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করছে।
যেহেতু মরদেহ সীমান্তের ওপারে, তাই কিছু আইনি জটিলতার জন্য মরদেহ উদ্ধারে দেরি হচ্ছে বলেও জানান তিনি।
এনইউ/এসআই