অভিযোগ নেই সাকিবের, তবে যোগাযোগটা ভালো হলে খুশি হতেন

সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট থেকে পরিকল্পনা মতো অবসর নিতে পারেননি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে তার রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে আসতে পারেননি তিনি। 

ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের সময় ঘোষণা দিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন। ওই সময় বোলিং অ্যাকশন ক্রুটিযুক্ত হওয়ায় বিসিবি তাকে গত মাসের ওই টুর্নামেন্টের দলে রাখেনি। 

অভিযোগ আছে, সাকিবকে দলে না নেওয়ার পিছনে রাজনৈতিক কারণ মূখ্য। যদিও বিসিবির প্রধান নির্বাচক বলেছিলেন, শুধু ব্যাটার সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা নেই। যে কারণে তাকে দলে নেওয়া হয়নি। 

বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যম ক্রিকবাজকে সাকিব জানিয়েছেন, বিসিবির পক্ষ থেকে বিষয়টি আরও ভালোভাবে সামাল দেওয়া যেত, ‘আমার কোন অভিযোগ নেই (বিসিবির প্রতি)। তবে যোগাযোগটা ঠিকঠাক হলে আমি বেশি খুশি হতাম।’ 

চ্যাম্পিয়ন্স ট্রফির সময় সাকিবের বোলিং নিষিদ্ধ থাকলেও সম্প্রতি তিনি ইংল্যান্ডে তৃতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পাস করেছেন। যে কোন ধরনের ক্রিকেটে বোলিং করতে তার আর বাধা নেই। সাকিবের পরিকল্পনা দ্রুতই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফেরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews