কক্সবাজারে সমুদ্রসৈকতে নেমে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর রাজীব আহম্মদ (৩৫) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার ( ৯ জুন) ভোর রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তর পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাজীব আহম্মদ চট্টগ্রাম শহরের ডিসি রোডের বাসিন্দা নজির আহম্মদের ছেলে বলে জানা গেছে।

এ এস পি নিত্যানন্দ দাশ বলেন, এর আগে রোববার সকালে চট্টগ্রাম থেকে রাজীব আহম্মদসহ পাঁচজন বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। বিকেল সাড়ে ৫টার দিকে তারা সমুদ্রসৈকতে ঘুরতে যান। পরে সৈকতের লাবণী পয়েন্টের একটু দক্ষিণে সাগরে বন্ধুরা মিলে গোসলে নামেন। একপর্যায়ে স্রোতের টানে তাদের মধ্যে দু’জন ভেসে যেতে থাকে।

এ সময় অন্য বন্ধুদের চিৎকার শুনে লাইফ গার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও অন্যজন ঢেউয়ের স্রোতে ভেসে যায়।

সৈকতে দায়িত্বরত লাইফ গার্ড কর্মীরা জানায়, সোমবার ভোর রাতে আনুমনিক ২টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যমতে লাশটি উদ্ধার করা হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews