অনেকেই জানতে চান, সৌদি আরবে চাঁদ আগে দেখা যায় কেন?
চাঁদের অবস্থানগত কারণে ২৯ মার্চ সৌদি আরবের আকাশে খালি চোখে চাঁদ দেখবার কোন উপায়ই ছিল না। ছবি: খালিজ টাইমস
চাঁদের অবস্থানগত কারণে ২৯ মার্চ সৌদি আরবের আকাশে খালি চোখে চাঁদ দেখবার কোন উপায়ই ছিল না। ছবি: খালিজ টাইমস
এবার ২০২৫ সালে শাওয়ালের চাঁদ দেখতে সৌদি কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বিজ্ঞানের সহযোগিতা নিয়েছে। চাঁদের অবস্থানগত কারণে ২৯ মার্চ সৌদি আরবের আকাশে খালি চোখে চাঁদ দেখবার কোন উপায়ই ছিল না। জানাতে চাই যে, মদিনায় সূর্যাস্তের পর মাত্র মাত্র ৭ মিনিটের জন্য চাঁদ আকাশে দিগন্তের ওপরে ছিল।
শুধু মাত্র অটোট্রেকার টেলিস্কোপ দিয়েই দেখা যাবে এবং স্টেলারিয়াম বা গুগল স্কাই এমন সব প্রোগ্রামের সাহায্যে এই রকম চাঁদের অবস্থান চিহ্নিত করা যাবে। অটোট্রেকার টেলিস্কোপগুলোতে স্টেলারিয়াম বা গুগল স্কাই এমন সব প্রোগ্রাম দেয়া থাকে। ফলে টেলিস্কোপকে বললেই সে নিজে নিজে চাঁদকে ফোকাস করতে পারে।
২৯ মার্চ মদিনায় সূর্যাস্তের সময় আকাশে যখন চাঁদ ছিল তখন বাংলাদেশের ঘড়িতে সময় ছিল রাত ৯টা ৩৯ মিনিট।
অনেকেই জানতে চান, সৌদি আরবে চাঁদ আগে দেখা যায় কেন?
এই প্রশ্নের উত্তরের জন্য বিজ্ঞানের কিছু তথ্য স্মরণ করতে চাই। পৃথিবী নিজের অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে চলে। পৃথিবী তার নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় নেয় ৩৬৫.২৫ দিন।
আর পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। আমরা দেখি পৃথিবীর আকাশে ‘চাঁদ‘ পশ্চিম থেকে পূর্ব দিকে এগিয়ে চলে।
চাঁদ তার নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় নেয় ২৭ দিন ৭ ঘণ্টা ৪৩ মিনিট। চাঁদ তার নিজের অক্ষে একবার ঘুরতেও একই সময় নেয়। যার কারণে আমরা সব সময় চাঁদের একটি দিক দেখে থাকি। ছবিটি আমরা দেখতে পারি।
উত্তরটা হচ্ছে, চাঁদ যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাত্রা করে, সে কারণে সূর্যাস্তের পর চাঁদ দেখা যাবে পশ্চিম আকাশে এবং পশ্চিম দিকের দেশগুলো থেকে চাঁদকে প্রথম দেখা যাবে। এজন্য আমরা সৌদি আরবে চাঁদ প্রথম দেখতে পাই।
সন্ধ্যার আকাশে একদিন বয়সের চাঁদকে দেখবার আগে আমাদের এই বিষয়গুলো মনে রাখতে হবে। সূর্য দিগন্তের নিচে চলে যাবার পরপরই এই চাঁদ আকাশে দৃশ্যমান হয়।
অস্তমিত সূর্যের আলো– অস্পষ্ট দিগন্ত আকাশ, গাছপালা-ঘরবাড়ি এসবের কারণে সাধারণত অনেক সময়ই একদিন বয়সের চাঁদটিকে খালি চোখে দেখতে পাওয়া যায় না।
বাংলাদেশের আকাশে আজ ৩০ মার্চ দিগন্তের ৮ডিগ্রি ওপরে চাঁদের অবস্থান ছিল। চাঁদের উজ্জ্বলতা প্রায় ১.৭ শতাংশ ।
বাংলাদেশের আকাশে আজকে সূর্যাস্তের (আজকের সূর্যাস্ত ছিল সন্ধ্যা ৬:১৩ মিনিট) পরই দিগন্তের ওপরে চাঁদ অবস্থান করেছিল। চাঁদ দিগন্তের নিচে চলে যায় সন্ধ্যা ৭:১৭ মিনিটে। যে কেউ চাইলেই টেলিস্কোপ দিয়ে খুব সহজেই এই চাঁদের অবস্থান সনাক্ত করতে পেরেছেন।
সব শেষে অচলায়তন ভেঙে সৌদি কর্তৃপক্ষের বিজ্ঞানের যথাযথ ব্যবহার, আমাদেরকে আশাবাদী করে। বিজ্ঞানের জয় অনিবার্য।