জমে উঠেছে শিরোপার যুদ্ধ। এগিয়ে যাওয়া—পিছিয়ে পড়ার খেলাও পেয়েছে নতুন মাত্রা। লা লিগাতে আপাতত এককভাবে শীর্ষে বসেছে বার্সেলোনা। তাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। গত ডিসেম্বরের শেষদিক থেকে অপরাজিত বার্সা এখন আর ভুল করতে চায় না। লিগের বাকি থাকা সব ম্যাচকে তাই ফাইনাল মনে করে বসেছেন ফেররান তরেস।

শুক্রবার লিগে ওসাসুনার বিপক্ষে দাপট দেখিয়েছে বার্সা। নিয়েছে মধুর এক প্রতিশোধ। ম্যাচের সময় নিয়ে ঝামেলা এবং আগের ৪-২ ব্যবধানের হারের বদলাও এসেছে দারুণভাবে। বল দখল, গোলে শট এবং আক্রমণ—কোনো বিভাগে পাত্তা পায়নি ওসাসুনা। হারটাও এসেছে বেশ বড়সড়, ৩-০।

বার্সার বিপক্ষে ওসাসুনার রাতটি কেমন গেছে, তার প্রমাণ গোলে শট নেওয়ার পরিসংখ্যান। হ্যান্সি ফ্লিকের শিষ্যদের বিপক্ষে একবারও বল জালমুখে রাখতে পারেনি সফরকারী দল। সেই সুযোগ ভালো করেই নিয়েছে বার্সা। বেশ কিছু তারকাকে বেঞ্চে বসিয়ে রাখলেও জয়টা এসেছে সহজেই। তাতেই রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে বার্সেলোনা। তারা এখন লিগ শিরোপার দিকে তিন পয়েন্ট এগিয়ে। সমান ২৮ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৬০ পয়েন্ট। কাতালানের ক্লাবটির সেখানে ৬৩। টেবিলের তিনে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬। ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে ওসাসুনা।

লিগের শীর্ষ দখল করে বার্সা ফরোয়ার্ড তরেস বলেছেন, বার্সার এখন প্রতিটি ম্যাচ ফাইনাল, ‘এখন থেকে প্রতিটি ম্যাচ ফাইনাল। আজকেও আলাদা কিছু ছিল না। আমরা দ্রুত এর সমাধান করলাম এবং ভালোভাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তিন পয়েন্ট, আমরা এগিয়ে যাচ্ছি।’

ঢাসা সূচিতে বার্সা এখন ম্যাচটি খেলতে চায়নি। চোট শঙ্কার কারণে ক্লাবগুলোও বাগড়া দিয়েছিল। কিন্তু বাধ্য হয়েই খেলতে হয়েছে। ম্যাচে চোটটা এসেছে দানি ওলমোর। ২৭ মিনিটে মাঠ ছেড়েছেন বার্সা তারকা। বিষয়টি মোটেও পছন্দ হয়নি ফ্লিকের। কাতালানের ক্লাবটির কোচ ক্ষোভও উগড়ে দিয়েছেন, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, সেটির সেরাটা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট পেয়েছি, তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে। মোটেও ভালো কিছু নয়।’

লা লিগায় ৩-০ গোলে জয়ে রাতে ওসাসুনার জালে শুরুতেই বল জড়ান তরেস। ১১ মিনিটের পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান দানি ওলমো। বিরতির পর আরও এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রবার্ট লেভান্ডোভস্কি। তাতেই আসে শীর্ষ নিশ্চিত করা বড় জয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews