ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ পর্যায়ে। আর মাত্র ৮টি ম্যাচ বাকি আছে এই লিগের। এরই মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। এবারেরটা নিয়ে তারা টানা ৫ বার লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েছে। তবে শেষ দিকে এসে চ্যাম্পিয়ন বসুন্ধরাকে রুখে দিয়ে চমক দেখিয়েছে পয়েন্ট টেবিলের তলানীর দল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। অন্যদিকে ফর্টিস এফসির কাছে হেরে তালিকার চতুর্থ স্থান ধরে রেখেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। গতকাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে নিজেদের ১৭তম ম্যাচে বসুন্ধরা গোলশূন্য ড্র করে রহমতগঞ্জের সঙ্গে।

কাল রহমতগঞ্জের বিপক্ষে অধিনায়ক রবসন রবিনহো, ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ডরিযেলটন ও স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেনকে ছাড়াই শুরুর একাদশ সাজান কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। আক্রমণভাগে এই তিন জনের অনুপস্থিতি শুরু থেকেই অনুভূত হয় । বলের নিয়ন্ত্রণে এগিয়ে থেকেও বসুন্ধরার ফরোয়ার্ডরা পরীক্ষা নিতে পারছিলেন না রহমতগঞ্জ গোলরক্ষকের। বসুন্ধরার আক্রমণ রুখে দিয়ে রহমতগঞ্জও যায় পাল্টা আক্রমণে। তবে দু’দলই ব্যর্থ হয় গোল পেতে। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য অমিমাংসিতভাবেই শেষ হয় ম্যাচ।

১৭ ম্যাচ শেষে ১৩ জয়, ৩ ড্র ও ১ হারে ৪২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১ জয়, ১০ ড্র ও ৬ হারে ১৩ পয়েন্ট পাওয়া রহমতগঞ্জের অবস্থান নয়ে।

কাল দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশকে ২-১ গোলে হারায় ফর্টিস এফসি। ১৭ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে ফর্টিস পঞ্চম স্থানে থাকলেও সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে আছে পুলিশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews