অধিকৃত পশ্চিমতীরে বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছেন বিদায়ী ইসরায়েলি জেনারেল ইহুদা ফক্স। তিনি তার বিদায়ী অনুষ্ঠানে এই নিন্দা জানান।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইহুদা ফক্স বলেন, পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জাতীয়তাবাদী অপরাধ করছে। তারা সহিংসতার মাধ্যমে ফিলিস্তিনিদের মনে ভয় ধরিয়ে দিচ্ছে। অথচ সেখানে অবস্থানরত ফিলিস্তিনিরা ইসরায়েলের জন্য কোনও হুমকিই নয়।

তিনি আরও বলেন, আমার দৃষ্টিতে ইহুদিবাদ আর ইহুদি ধর্ম এক নয়। অন্তত আমি আমার বাবা-মা থেকে যে ধর্ম শিখেছি, তার সাথে ইহুদিবাদের কোনও মিল নেই। এটি তাওরাত নির্দেশিত ইহুদিবাদ নয়। বরং এর মাধ্যমে শত্রুদের পথ অবলম্বন করা হচ্ছে।

অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিমতীরের ফিলিস্তিনি শহর ও গ্রামে অভিযান বাড়িয়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, গত অক্টোবর থেকে অন্তত ৫৫৩ ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনী এবং ভূখণ্ডে বসতি স্থাপনকারীদের দ্বারা নিহত হয়েছেন। এছাড়া ৯ হাজার ৫১০ জনকে আটক করা হয়েছে। সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইসরায়েল

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews