গুগল ট্রান্সলেটে বড় ও গুরুত্বপূর্ণ একটি আপডেট এনেছে গুগল। নতুন এই ফিচারের মাধ্যমে সাধারণ হেডফোনই হয়ে উঠবে রিয়েল টাইম অনুবাদের কার্যকর মাধ্যম। ব্যবহারকারীরা এখন সরাসরি হেডফোনের মাধ্যমে লাইভ অডিও অনুবাদ শুনতে পারবেন।

গত বৃহস্পতিবার বেটা সংস্করণে চালু হওয়া এই ফিচারটি ব্যবহার করতে প্রয়োজন হবে একটি উপযোগী অ্যান্ড্রয়েড ফোন এবং গুগল ট্রান্সলেট অ্যাপ। এই সুবিধার মাধ্যমে ৭০টিরও বেশি ভাষায় নির্বিঘ্নে অডিও অনুবাদ পাওয়া যাবে।

গুগল জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা টুল জেমিনি ব্যবহার করে অনুবাদের মান আরও উন্নত করা হয়েছে। বিশেষ করে বাগধারা, প্রবাদ প্রবচন, স্থানীয় অভিব্যক্তি ও স্ল্যাংয়ের মতো সূক্ষ্ম অর্থবোধক বাক্যাংশ অনুবাদে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে গুগল জানায়, টেক্সট অনুবাদের জন্য গুগল ট্রান্সলেটে জেমিনির শক্তিশালী সক্ষমতা যুক্ত করা হচ্ছে। পাশাপাশি হেডফোনের মাধ্যমে লাইভ স্পিচ টু স্পিচ অনুবাদের একটি বেটা অভিজ্ঞতা চালু করা হয়েছে এবং ভাষা শেখার অনুশীলনের জন্য অ্যাপে নতুন সুবিধা যুক্ত হচ্ছে।

এর আগে এই লাইভ অনুবাদ সুবিধা কেবল পিক্সেল বাডস ব্যবহারকারীদের জন্য সীমিত ছিল। নতুন বেটা সংস্করণে যেকোনো সাধারণ হেডফোনকেই একমুখী রিয়েল টাইম অনুবাদ ডিভাইসে রূপান্তর করা সম্ভব হবে।

গুগলের মতে, দৈনন্দিন যোগাযোগের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় এই ফিচার কার্যকর ভূমিকা রাখবে। কথোপকথনের সময় ভাষাগত দূরত্ব কমানো, ভ্রমণের সময় পাবলিক ঘোষণাগুলো বোঝা কিংবা বিদেশি ভাষার টেলিভিশন অনুষ্ঠান ও অনলাইন কনটেন্ট অনুসরণ করা আরও সহজ হবে।

গুগলের সার্চ ভার্টিক্যালস বিভাগের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট রোজ ইয়াও বলেন, ভিন্ন ভাষায় কথা বলা, বিদেশে অবস্থানকালে ভাষণ বা বক্তৃতা শোনা কিংবা অন্য ভাষার টিভি অনুষ্ঠান বা সিনেমা দেখার সময় এখন শুধু হেডফোন লাগিয়ে গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে লাইভ ট্রান্সলেট অপশনে ট্যাপ করলেই পছন্দের ভাষায় রিয়েল টাইম অনুবাদ শোনা যাবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও ভারতে এই বেটা সংস্করণ চালু করা হচ্ছে। গুগল জানিয়েছে, ২০২৬ সালে আইওএস এবং আরও বেশি দেশে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ এবং ধারাবাহিকতা বজায় রাখতে স্ট্রিক ট্র্যাকিং ও উন্নত ফিডব্যাক ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews