মাঠে ফেরার জন্য অপেক্ষা বাড়ছে নাহিদা আক্তারের। নারীদের জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পর বাংলাদেশ ক্রিকেট লিগেও (ডব্লিউবিসিএল) খেলা হচ্ছে না অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের।
তবে চোট কাটিয়ে বিসিএল দিয়ে মাঠে ফিরছেন নিগার সুলতানা ও মারুফা আক্তার। চার দল নিয়ে ডব্লিউবিসিএল রাজশাহীতে শুরু হয়েছে সোমবার (১৫ ডিসেম্বর)। আগামী মাসে নেপালে অনুষ্ঠেয় ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির ভালো সুযোগ এই টুর্নামেন্ট।
চোটের জন্য গত নভেম্বরে ডব্লিউএনসিএলে খেলেননি জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও পেসার মারুফা। সেরে ওঠায় সেন্ট্রাল জোনকে নেতৃত্বে আছেন কিপার-ব্যাটার নিগার। সাউথ জোনের হয়ে খেলবেন মারুফা। নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, পুরোপুরি সুস্থ না হওয়ায় নাহিদা এই টুর্নামেন্টেও খেলবেন না।
ভারত সফর বাতিল হওয়ার পর ফাঁকা হয়ে যাওয়া সূচি কাজে লাগাতে এগিয়ে আনা হয়েছে ডব্লিউবিসিএল। নারী বিভাগের ম্যানেজার বুলবুল বাশার জানান, বিশ্বকাপ বাছাইয়ের জন্য প্রস্তুতিই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সামনে জানুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। তাই আমরা টি-টোয়েন্টি সংস্করণেই খেলছি। বিশ্বকাপের প্রস্তুতির জন্য মেয়েদের নিয়মিত ম্যাচ খেলার সুযোগ করে দেওয়াই উদ্দেশ্য।
টুর্নামেন্ট শুরুর আগের দিন অধিনায়কসহ চারটি দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ১২টি। প্রতি দিন হবে দুইটি করে ম্যাচ, পরদিন বিরতি। প্রতিটি দল দুবার করে মুখোমুখি হবে। ২৫ ডিসেম্বর শেষ হবে টুর্নামেন্ট।
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচ দুপুর ১টা ৩০ মিনিটে। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ নর্থ জোন। পরের ম্যাচে খেলবে সাউথ জোন ও ইস্ট জোন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ