কমলার নিরাপত্তা ছাড়পত্র বাতিল

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী, ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনসহ বেশ কয়েকজন ডেমোক্র্যাটের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার রাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠানো এক মেমোতে তিনি এ নির্দেশনা দেন। 

এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র তুলে নেন ট্রাম্প। তিনি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারিকে হারান। একইভাবে গত নির্বাচনে কমলা হ্যারিস তাঁর কাছে পরাজিত হন। 

ট্রাম্প বলেন, এসব ব্যক্তির গোপনীয় তথ্যে প্রবেশাধিকার কোনোভাবেই যে আর জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়, তা আমি নিশ্চিত। নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের এ তালিকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের নামও আছে। সূত্র: সিএনএন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews