জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। সারাক্ষণ এখানে কেউ হয়তো ভিডিও দেখছেন, কেউ হয়তো ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছেন। সবারই টার্গেট থাকে সাবস্ক্রাইবার বাড়ানোর। এজন্য নানান কৌশল অবলম্বন করে থাকেন। যত বেশি সাবস্ক্রাইবার তত বেশি আয়ের সুযোগ ইউটিউবে।

বর্তমানে ইউটিউবের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কার জানেন? ইউটিউবের রেকর্ড ভেঙে দিয়েছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্টকে তো নিশ্চয়ই চেনেন। বিশ্বের সবচেয়ে ধনী ইউটিউবার তিনি। এবার নতুন রেকর্ড গড়লেন। ইউটিউবে সবচেয়ে বেশু সাবস্ক্রাইবার এখন তার।

জিমি ডোনাল্ডসন। যাকে ‘মিস্টার বিস্ট’ নামে চেনে সবাই। এই নামেই তার যে ইউটিউব চ্যানেল আছে। সেই চ্যানেলে এখন ৪০০ মিলিয়নের বেশি (৪১৮ মিলিয়ন) সাবস্ক্রাইব। এর চেয়ে বেশি সাবস্ক্রাইব নেই আর কোনো ইউটিউবারের। মিস্টার বিস্টের মোট সাবস্ক্রাইব ৪০০ মিলিয়ন, অর্থাৎ ৪০ কোটি। যা বাংলাদেশের জনসংখ্যার দ্বিগুণের চেয়েও বেশি।

বাংলাদেশের জনসংখ্যার দ্বিগুণের চেয়েও বেশি সাবস্ক্রাইবার তার

যেখানে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার হতে একটি চ্যানেলের কতখানি মাথার ঘাম পায়ে ফেলতে হয় সেই গল্প অনেকের অজানা। সেখানে জিমির চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ৪০০ মিলিয়ন। ২০২৫ সালের ১ জুন মিস্টার বিস্টের সাবস্ক্রাইবার সংখ্যা হয় ৪০০ মিলিয়ন।

টি-সিরিজকে পেছনে ফেলে বর্তমানে বিশ্বের সেরা ইউটিউবার জিমি। টি-সিরিজের বর্তমান সাবস্ক্রাইব ৩০০ মিলিয়ন। ১ জুন জিমি লিখেছেন, ‘৪০০ মিলিয়ন সাবস্ক্রাইবার! ১০ বছর আগে আমাকে সবাই বলেছিল, আমি কখনো সফল হতে পারব না। তারপরেও আমি কনটেন্ট বানিয়েছি। কেউ দেখেনি, তবু ৭ বছর ধরে কাজ করেছি।’

একই দিনে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ইউটিউবের প্রধান নির্বাহী নিল মোহান জিমির হাতে টাইগার প্লে বাটন তুলে দিচ্ছেন। যেটি চকচকে ধাতুর তৈরি। মাঝখানে আছে নীল রঙের একটা পাথর। একদম আলাদা আর চোখধাঁধানো।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জিকেএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews