আবহাওয়া খুব গরম। চারদিকে দাবদাহ। এটা নতুন কিছু নয়। প্রতিবছরই এ সময়ে গরম পড়ে। আগের বছরের গরমের কথা আমরা পরের বছর ভুলে যাই। প্রায় শত বছর আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘দারুণ অগ্নিবাণে রে...।’ তখনই প্রকৃতি অগ্নিবাণ বর্ষণ করত।

তবে সম্ভবত কয়েক বছরের মধ্যে এবারই প্রচণ্ড উষ্ণতা, তার সঙ্গে বৃষ্টিহীন দিনগুলো মিলে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে। এ অবস্থার প্রভাব রাজনীতিতে পড়েছে বলে মনে হয়। কারণ, রাজনীতির মাঠও প্রকৃতির উত্তাপের কাছে ম্লান হয়ে গেছে।

এখন রাজনীতিটা বেশ ঝিমোচ্ছে বলে মনে হয়। চৈত্রের বা বৈশাখের অলস দুপুরে আমরা গাছের নিচে বসে বসে যেমন জিরোই, ঝিমোই, এখন রাজনীতির অবস্থাটা অনেকটা সে রকম।

এর মধ্যে বিএনপি একটা কর্মসূচি দিয়েছিল। তারা ২৬ এপ্রিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল। আর যায় কোথায়? আওয়ামী লীগ সঙ্গে সঙ্গে পাল্টা কর্মসূচি দিল যে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তারাও একটা সমাবেশ করবে। এখানে আমরা অর্থনীতির সেই ডুয়োপলির তত্ত্ব প্রয়োগ করতে পারি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews