উপদেষ্টারা যে গাড়িতে চড়েন, সেটা সরকারের। সে ক্ষেত্রে কোটি টাকার গাড়ির জন্য তাঁদের অভিযুক্ত করা যায় না। বিএনপির নেতা কিন্তু এমন কথা বলেননি যে তারা ক্ষমতায় এলে সস্তা দামের গাড়ি চড়বেন; বরং অতীতের অভিজ্ঞতা হলো প্রতিটি সরকার মন্ত্রী–উপদেষ্টাদের জন্য দামি মডেলের গাড়ি কেনেন। মন্ত্রীরা দামি গাড়িতে চড়লে সচিব, যুগ্ম সচিব, ডিসি–এসপিরাও চড়বেন। টাকা তো কারও পকেট থেকে যাবে না। যাবে জনগণের পকেট থেকে।
এনসিপি নেতাদের উদ্দেশ করে বুলু বলেন, ‘ওনারা প্রশাসনের ওপর ফোর্স করেন—অমুককে বদলি করতে হবে, অমুকখানে অমুককে দিতে হবে। সচিবরা বলেন, তাঁরা তাঁদের ওপর ফোর্স করেন। প্রকৌশলীদের চাপ দেওয়া হয়—অমুককে এ জায়গায় দিতে হবে, অমুককে এ কাজ দিতে হবে।’
জনাব বুলুর এই অভিযোগ অসত্য নয়। আবার এ–ও সত্য, যেখানে বিএনপির ক্ষমতা আছে, সেখানে বিএনপিও পছন্দসই লোকদের বদলি ও পদোন্নতি করাচ্ছেন। জামায়াতে ইসলামীও একই কাজ করছে; হিসাব মেলালে দেখা যাবে, বিএনপির পাল্লাই ভারী।