হাইকোর্টের আদেশের পর বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না দিলে আদালত অবমাননা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার (২২ মে) রিট মামলাটির আদেশের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, হাইকোর্ট ডিভিশন বলেছে— এ মামলা এসেছে ট্রাইব্যুনাল (নির্বাচনী ট্রাইব্যুনাল) থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন (ট্রাইব্যুনালে মামলার বিবাদী হিসেবে), তিনি অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেতে পারেন।

ট্রাইব্যুনালের সেই রায় কেউ চ্যালেঞ্জ করেনি। আইন অনুযায়ী নির্বাচন কমিশন গেজেট করেছে। গেজেট অনুসারে শপথ হবে।

তিনি আরও বলেন, চ্যালেঞ্জ করতে হলে আপিল ট্রাইব্যুনালে যেতে হবে। সেখানে কেউ যাননি। তার (রিটকারী) মামলা করার অধিকার নেই, তা নিয়ে (আদালত) বড় অবজারভেশন দিয়েছেন। জনস্বার্থে যে কেউ মামলা করতে পারেন। তবে সেটা ভিন্ন। যেমন- পরিবেশ, মানবাধিকার, মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারেন। এগুলো জনস্বার্থের মামলা। এটা (রিট) জনস্বার্থের মামলা না। তিনি (রিটকারী) ঢাকা সিটির ভোটার হিসেবে সমাজসেবা দেখাতে পারেননি, বা তিনি যে ভোটার হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটাও দেখাতে পারেননি।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালত অবজারভেশন দিয়ে রিট খারিজ করেছেন। ফলে ইশরাকের শপথ নিতে আর কোনও বাধা নেই। আগামী ২৬ মে’র মধ্যে শপথ দিতে হবে। একটা মহল শপথ নিতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সেটা ব্যর্থ হয়েছে। যদি শপথ না দেওয়া হয়, সেটা আদালত অবমাননা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews