এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী বলেন, “এই প্রোগ্রাম অংশগ্রহণকারীদের তাদের ব্যবসা শুরু করতে এবং টেকসইভাবে তা সামনে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান প্রদান করবে। হাজারো তরুণকে দক্ষ করে তোলা, তাদের যোগ্য ও সঠিক চাকরি খুঁজে পেতে সাহায্য করা বা ব্যবসা শুরু করে অন্যদের জন্যেও সুযোগ তৈরি করতে আমাদের কর্মসূচির সফলতা দেখে আমরা খুবই আনন্দিত।”

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদও প্রদান করা হয়।

বাংলাদেশ ব্যাংকের রাজশাহী শাখার পরিচালক (প্রশাসন) মজিবুর রহমান, ইউসেপ বাংলাদেশের রাজশাহী শাখার আঞ্চলিক ব্যবস্থাপক মো.শাহিনুল ইসলাম এবং ইউসেপ বাংলাদেশের প্রকল্প ফোকাল পার্সন মো. রাশেদুল হাসান সনদ প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews