হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহিম তালুকদার শ্যামল ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার পদত্যাগ করেছেন। বুধবার তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর এক আবেদন এ পদত্যাগের কথা জানান। 

তারা পদত্যাগ পত্রে জানান, বিগত ২০২০ সালের ২০ মার্চ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে গোপন ভোটের মাধ্যমে তারা দুজনই স্ব স্ব পদে নির্বাচিত হন। কিন্তু নির্বাচিত হওয়ার প্রায় ৫ বছর পরও তারা উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি। এতে নেতাকর্মীদের মধ্যে দিনের পর দিন ক্ষোভ বাড়তে থাকে।

ইতিমধ্যে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি সৈয়দ লিয়াকত হাসান পদত্যাগ করেছেন। অবশিষ্ট ৪ জনের মধ্যে বুধবার দুজন পদত্যাগ করেন। এ নিয়ে উপজেলায় নানা আলোচনা-সমালোচনা চলছে।

বর্তমান কমিটিতে সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি রয়েছেন।ইতোমধ্যে ৩ জন পদত্যাগ করায় বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা আনন্দ-উল্লাস করে বলছেন আহ্বায়ক কমিটি এখন সময়ের দাবি। নেতাকর্মীরা বলছেন, সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। এতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুনারুঘাট-মাধবপুর আসনে বিএনপি প্রার্থীর বিজয় আনা সম্ভব হবে বলেও মনে করছেন তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews