বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুই সাবেক ছাত্রলীগ নেতা হলেন মিনহাজুল ইসলাম সজীব (২৭) এবং সাদমান সাকিব আবির (২৮)। সজীব পৌর শহরের দাদামোড় বেপারী পাড়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আবির সদরের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
ওসি জানান, ১০ নভেম্বর বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সদর থানা পুলিশ মিনহাজুল ইসলাম সজীবকে গ্রেফতার করে। একই অভিযোগে সাদমান সাকিব আবিরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে।