প্রথম লেগের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে আছে পিএসজি। ফিরতি লড়াইয়ে আর্সেনালের বিপক্ষে ড্র করতে পারলেই লক্ষ্য পূরণ হবে তাদের। তবে এমন কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিলেন পিএসজি কোচ লুইস এনরিকে।

সেমি-ফাইনালের ফিরতি লেগে বুধবার ঘরের মাঠে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। গত সপ্তাহে প্রথম লেগে ১-০ গোলের জয় পায় ফরাসি চ্যাম্পিয়নরা।

আসছে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, এবারও লড়াইটা হাড্ডাহাড্ডি হবে বলেই ধারণা করছেন তিনি।

“অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকতে পারে। প্রথম লেগের মতোই হবে, খুব কঠিন। এমন কিছু বিষয় আছে, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং আমাদের প্রথম লেগের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারি।”

“ম্যাচটি একটি নির্দিষ্ট পথে এগোতে পারে। তবে আমি সবসময় বলি যে, আমরা ড্রয়ের জন্য খেলব না। আমরা দেখাতে চাই যে আমরা আরও ভালো ও আমাদের সামর্থ্য অনুযায়ী খেলি।”

কোচের সঙ্গে সুর মিলিয়ে পিএসজি অধিনায়ক আশরাফ হাকিমিও বলেন, খেলার ধরন বদলাবেন না তারা।

“এগুলো এমন ম্যাচ, যেখানে প্রতিটি খেলোয়াড ও প্রতিটি শিশুই খেলার স্বপ্ন দেখে… আমি মনে করি না, আমাদের খেলার ধরন পরিবর্তন হবে। কোচ সবসময় স্পষ্ট বার্তা দিয়েছেন যে, আমরা জিতি বা হারি, আমাদের খেলার ধরন কখনই বদলাবে না।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews