পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভবিষ্যতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ অংশগ্রহণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। বোর্ডের অভিযোগ, টুর্নামেন্ট আয়োজকরা রাজনৈতিক পক্ষপাত ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে খেলাধুলার চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

পিসিবি জানায়, ভারত চ্যাম্পিয়নস গ্রুপ পর্ব ও সেমিফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালেও, আয়োজকরা তাদের পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা ক্রিকেটীয় ন্যায়বিচারের পরিপন্থী।

শনিবার (২ আগস্ট) চেয়ারম্যান মহসিন নাকভীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত পিসিবির ৭৯তম বোর্ড অব গভর্নর্স সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিসিবির বিবৃতিতে বলা হয়, “এই ম্যাচ বাতিল ক্রিকেটীয় যোগ্যতার ভিত্তিতে নয়, বরং একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী বয়ানকে তুষ্ট করার জন্য হয়েছে। আমরা এমন কোনো ইভেন্টে খেলোয়াড় পাঠাতে পারি না যেখানে খেলাধুলার চেতনা বিকৃত রাজনীতির দ্বারা আচ্ছন্ন।”

ভারতের প্রত্যাহারের পর ডব্লিউসিএলের দুঃখপ্রকাশকেও পিসিবি ‘প্রহসন’ আখ্যা দিয়েছে এবং বলেছে, সংবেদনশীলতার আড়ালে পক্ষপাতদুষ্টতার এ স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews