বাংলাদেশের জনগণ দ্রুত একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানী পল্লবীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, আমরা আশা করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এতে নতুন ও পুরাতন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে কেউ ভোট দিতে পারেনি। এবার মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

নতুন ভোটারদের প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, ভোটার হওয়া হচ্ছে একজন নাগরিকের অধিকার। সেই অধিকার অবশ্যই তাকে প্রয়োগ করতে দিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করি— আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। যার মাধ্যমে জনগণ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews