অনুষ্ঠানে ফায়জা আহমেদ বলেন, ‘ঈদের আগে আমি কী পোশাক আনছি, তা জানতে মুখিয়ে থাকেন অনেকে। যে সময়টা আমরা যাপন করি, এর বাইরে গিয়ে কিছু তৈরি করতে পারি না। এ সময় চারদিকে চলছে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন। কিন্তু এর মধ্যেও আমাদের ঈদের আয়োজন করতে হচ্ছে। নিজের সঙ্গে কোনোভাবেই আপসে যেতে পারিনি। আমি লেখক নই, ডিজাইনার। আমি আমার কথা বলতে চাই ফ্যাশন ও পোশাকের মাধ্যমে। যে বক্তব্য তুলে ধরতে চেয়েছি, সেটা একদম নিজের মতো করেই ফুটিয়ে তুলেছি হ্যান্ডপেইন্টের মাধ্যমে। বক্তব্যগুলোর সঙ্গে যাঁরা সমমনা আছেন, তাঁরাই হয়তো পছন্দ করবেন।’