অনুষ্ঠানে ফায়জা আহমেদ বলেন, ‘ঈদের আগে আমি কী পোশাক আনছি, তা জানতে মুখিয়ে থাকেন অনেকে। যে সময়টা আমরা যাপন করি, এর বাইরে গিয়ে কিছু তৈরি করতে পারি না। এ সময় চারদিকে চলছে ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন। কিন্তু এর মধ্যেও আমাদের ঈদের আয়োজন করতে হচ্ছে। নিজের সঙ্গে কোনোভাবেই আপসে যেতে পারিনি। আমি লেখক নই, ডিজাইনার। আমি আমার কথা বলতে চাই ফ্যাশন ও পোশাকের মাধ্যমে। যে বক্তব্য তুলে ধরতে চেয়েছি, সেটা একদম নিজের মতো করেই ফুটিয়ে তুলেছি হ্যান্ডপেইন্টের মাধ্যমে। বক্তব্যগুলোর সঙ্গে যাঁরা সমমনা আছেন, তাঁরাই হয়তো পছন্দ করবেন।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews