মাদারীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম প্রকল্প চালুর দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছেন। রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষকদের দাবি, রমজানেই তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বেতন বৃদ্ধিসহ রাজস্ব খাতে তাদের চাকরি করা হোক। মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষকরা অংশ নেয়।

মানববন্ধনে শিক্ষক জানান, বিগত সাতটি পর্যায়ে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে বর্তমানে প্রকল্পটি আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা তারা মেনে নেবেন না। শিক্ষকরা দীর্ঘদিনের বেতন বকেয়া ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছেন। তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা আবু সাঈদ, মাওলানা বজলুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দেন।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews