রাজশাহী: সুদীর্ঘ প্রায় ১৫ বছর পর প্রকাশ্যে সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।



রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্মেলন থেকে তিনি দেশের শাসন ব্যবস্থা নিয়ে চলমান সংস্কার ও আগামী নির্বাচন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলেই আশা করছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে দীর্ঘ দিনপর প্রকাশ্যে এত বড় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় এখানে  লক্ষাধিক নেতাকর্মীর সমাগম ঘটবে বলে আশা করছে দলটি। ফলে এ সম্মেলন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সম্মেলন ঘিরে থাকছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।  

জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহীতে জামায়াতের সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ১৫ বছর পর আবারও রাজশাহীতে সমাবেশ করতে যাচ্ছে এ দলটি।

এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া কর্মী সম্মেলনে দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ও দলটির রাজশাহী অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিনসহ শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।  

এদিকে জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলন ঘিরে এরই মধ্যে রাজনৈতিক ব্যানার, ফেস্টুন, রঙিন তোরণে সেজে উঠেছে পুরো রাজশাহী। দলটির আমির ডা. শফিকুর রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুনগুলো রাজশাহী মহাগরীর প্রতিটি মোড়ে সাঁটানো হয়েছে। একইসঙ্গে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ এবং রাজশাহীর শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আনজুমের ছবিও পৃথক পৃথক ব্যানারে স্থান পেতে দেখা গেছে।

এছাড়া জামায়াতে ইসলামীর এ কর্মী সম্মেলনের প্রস্তুতি দেখতে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদরাসা মাঠে আসেন দলটির নেতাকর্মীরা। তারা কর্মী সম্মেলনের মঞ্চ, প্যান্ডেল ও মাঠে নেতাকর্মীদের বসার ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী বলেন, সম্মেলন থেকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান চলমান সংস্কার ও আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। দেশবাসীর উদ্দেশেও বক্তব্য দেবেন। আর দীর্ঘদিন পর এত বড় কর্মী সম্মেলন হওয়ায় দলের নেতাকর্মীদের জন্যও থাকবে নির্দেশনামূলক বক্তব্য। এখন সবাই অপেক্ষার প্রহর গুনছেন।

এছাড়া শনিবার অনুষ্ঠেয় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন।  

তিনি জানান, রাজনৈতিক এ কর্মী সম্মেলন ঘিরে যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে। সম্মেলনে প্রচুর যানবাহন আসতে পারে তাই ট্রাফিক ব্যবস্থাপনাও কঠোর থাকবে। সবাইকে ট্রাফিক আইন ও নিদের্শনা মেনে যানবাহন চলাচল করতে এবং পার্কিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫

এসএস/আরবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews