প্রবাসীদের জন্য প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ’ শীর্ষক প্রদর্শনী। রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় অবারভিলাস্থ এক অভিজাত হলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এ প্রদর্শনীতে রক্তাক্ত জুলাইয়ের চিত্রকর্ম, রণাঙ্গনের যোদ্ধাদের তৈরি গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রদর্শনীর পাশাপাশি ছিল আলোচনা অনুষ্ঠান।

আয়োজক প্রতিষ্ঠান নিউজ পোর্টাল নবকণ্ঠ ডট কমের চিফ রিপোর্টার নয়ন মামুনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসে এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকথা প্রবাসীদের কাছে তুলে ধরার এ ধরনের প্রয়াস প্রবাসের মাটিতে প্রথম উদাহরণ হিসেবে অন্যান্য দেশের প্রবাসী কমিউনিটিকে প্রেরণা যোগাবে।’

এসময় বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মিল্টন সরকার, বিএনপি নেতা মনোয়ার হোসেন মুজাহিদ, হেলাল আহমদ ও কাওছার আহমদ।

অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় অনুষ্ঠানে।

নবকণ্ঠ ডট কমের নির্বাহী সম্পাদক আবু তাহির বলেন, ‘এটি নবকণ্ঠের পক্ষ থেকে প্রবাসীদের সামনে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরার একটি উদ্যোগ।’ এমন উদ্যোগ সব মহলের নেয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলন কেউ একা করেনি, সকলের অংশগ্রহণ ছিল, তাই এসকল উদ্যোগ একে অপরের জন্য প্রেরণা হওয়া সময়ের দাবি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews