দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। অবশেষে ‘ফেলুবক্সী’ নামের সিনেমা নিয়ে তিনি আবারও দর্শকদের সামনে আসছেন। ছবিতে পরীমনির বিপরীতে রয়েছেন টলিউড হিরো সোহম। আর এই সিনেমা দিয়ে পশ্চিমবঙ্গে অভিষেক হবে পরীমনির।
পশ্চিমবঙ্গের বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবক্সী’ সিনেমা। দুর্গাপূজায় মণ্ডপে থ্রিলারধর্মী এই সিনেমার পোস্টার প্রচারণা জোরেশোরেই চলেছে। তবে ভিসা জটিলতায় তা যেয়ে দেখার সুযোগ পাননি পরীমনি।
পরী বলছেন, খুব শিগগিরই হলে আসছে এই সিনেমা। কিন্তু কবে তা এখনও অজানা।
কিন্তু এরমধ্যে অনম বিশ্বাস পরিচালিত পরীমনির প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তির দিন ঘোষণা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান হইচই।
হইচই প্ল্যাটফর্মে ৮ নভেম্বর আসছে ‘রঙিলা কিতাব’। সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল পোস্টার পোস্ট করে ওয়েব সিরিজের মুক্তির তারিখ জানিয়েছে হইচই।
‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি মোস্তাফিজুর নূর ইমরান।
এসএস//