গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বিনারানী সরকার (৪২) নামে এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উত্তর ভাতগ্রাম (হিন্দুপাড়া) থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিনারানী সরকার উত্তর ভাতগ্রামের পরলোকগত জয়েন্ত সরকারের স্ত্রী।

স্বজনরা জানায়, বিনারানীর সতীনের ছেলে স্বদেশ কুমার সরকারের বিয়ে ঠিকঠাক হয়। এই বিয়ের খরচ করার জন্য গেল বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বদেশ কুমার (বর) গাইবান্ধায় বিয়ের বাজার করতে যান। এদিকে ছেলের বিয়ে হলে কে দেবে ভরণপোষণ এই অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে বিষপান করেন মা বিনারানী। তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পরে রংপুরে চিকিৎসার জন্য নেয়ার পথে তিনি মারা যায়।

সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু হাসনাত জামান বলেন, খবর পেয়ে শুক্রবার সকালের দিকে তার (বিনারানী) বাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় সুরুতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews