বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ফলে প্রায় ১৯ কোটি টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংস্কার নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কর্মকর্তারা বলছেন, এসব সংস্কার করতে যে অর্থের প্রয়োজন, তা বর্তমানে করপোরেশনের নেই। এ ছাড়া সরকারি তহবিল থেকেও এসব সংস্কারে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা কম।

নগর ভবন সূত্র জানায়, হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নগরের বিবির পুকুরপাড়ে পাঁচতলা অ্যানেক্স ভবন ও শহীদ মিনারসংলগ্ন বঙ্গবন্ধু মিলনায়তন। অ্যানেক্স ভবনটি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ায় সিটি করপোরেশনের জরুরি সেবামূলক কাজ ব্যাহত হচ্ছে। অ্যানেক্স ভবন থেকে শিশুদের টিকা, মশকনিধন, জন্ম–মৃত্যুনিবন্ধনসহ জরুরি জনগুরুত্বপূর্ণ সেবা দেওয়া হতো। অ্যানেক্স ভবনের নিচতলায় বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ও ছিল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews