চলমান কোটা বিরোধী আন্দোলনের ঘোষিত কর্মসূচি ‘মার্চ ফর জাস্টিসে’ পুলিশের হাতে আটক হওয়া শিক্ষার্থীকে মুক্ত করতে গিয়ে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন মোনামী। 

এসময় তার সঙ্গে থাকা অপর শিক্ষক অধ্যাপক নুসরাত জাহান চৌধুরীও হেনস্তার শিকার হন। 

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ।

বৃহস্পতিবার জাতীয় ছাত্র সমাজের সভাপতি মো. আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, শিক্ষার্থী হত্যা ও শিক্ষকদের উপর হামলা এদেশকে মেধাশূন্য করার এক নীলনকশা। অতিদ্রুত এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার দাবি করে সংগঠনটি।

উল্লেখ্য, বুধবার দুপুরে দোয়েল চত্বর এলাকায় এক ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার সময় এক পুলিশ সদস্য ওই নারী শিক্ষককে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ওই শিক্ষক হাতে, হাঁটুতে এবং পায়ে আঘাতপ্রাপ্ত হন।

বিডি প্রতিদিন/আরাফাত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews