লন্ডনে ব্যারিস্টার রাজ্জাকের ঘনিষ্ঠ সহচর ও এবি পার্টির যুগ্ম মহাসচিব সলিসিটর গোলাম আজম সাবেক এই রাজনীতিবিদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আরও কিছু তথ্য দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ব্যারিস্টার রাজ্জাকের শারীরিক অবস্থা ভালো না। আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ছিলেন। এখন ওয়ার্ডে রাখা হয়েছে। গতকাল মুখে কিছু খাবার খেয়েছেন। বর্তমানে তিনি রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
গোলাম আজম আরও জানান, চিকিৎসক তাঁকে (ব্যারিস্টার আবদুর রাজ্জাক) কথা বলতে নিষেধ করেছেন। তাঁর ওজন কমে এখন ৫৩ কেজিতে নেমে এসেছে। তিনি অসুস্থ রাজ্জাকের জন্য সবার দোয়া চেয়েছেন।