জাতিসংঘ বলছে, চার বছর আগে শুরু গৃহযুদ্ধের কারণে মিয়ানমারে দুই কোটি মানুষ উদ্বাস্তু হয়েছেন। এর মধ্যে ভয়াবহ ভূমিকম্প দেশটির মানুষের জীবনে আরও বিপর্যয় ডেকে এনেছে। ভূমিকম্পের পর নতুন করে ৩০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দেশটির মধ্য ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১০ হাজারের বেশি ভবন ধসে পড়েছে, নয়তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত এলাকাগুলোতে ত্রাণ তেমন যাচ্ছে না। ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, ত্রাণ নিয়ে কেউ এলে হুড়োহুড়ি শুরু হচ্ছে মানুষের মধ্যে। উদ্ধার কার্যক্রমও তেমন জোরালো নয়। পাশাপাশি বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় এসব এলাকা থেকে তেমন কোনো খবরও পাওয়া যাচ্ছে না।