স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ওপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। প্রকৌশলীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রকৌশলীবান্ধব দেশ গঠন করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন সহজ হবে।

রবিবার সন্ধায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এই উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন আইইবি কুমিল্লা কেন্দ্রের সভাপতি প্রকৌশলী আবুল বাশার। বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী গৌতম প্রসাদ চৌধুরী, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোস্তফা হাসান, নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী, বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম, আইইবি কুমিল্লা কেন্দ্রের সহসভাপতি প্রকৌশলী রহমত উল্লাহ কবীর, সম্পাদক প্রকৌশলী মীর ফজলে রাব্বী, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, বাখরাবাদ গ্যাসের উপ-মহাব্যবস্থাপক মোস্তফা মাহিন, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান সাকিব, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল আলম মজুমদার, বেসরকারি উদ্যোক্তা প্রকৌশলী শাহাবুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রিমন বড়ুয়া প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews