উল্লেখ্য, দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে কয়েক দিন ধরে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহীতে ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক আজ প্রথম আলোকে বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের একটি বজ্রঝড় ঢাকার ওপর দিয়ে বয়ে গেছে। ৬টা ৪৮ মিনিটের দিকে দমকা বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। এ ধরনের ঝড় সচরাচর ৩০ মিনিটের মতো স্থায়ী হয়।