এ ব্যাপারে জানতে চাইলে টিম ম্যানেজমেন্টের এক সদস্য প্রথম আলোকে জানান, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে আজ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাকেরের খেলার সম্ভাবনাই বেশি। প্রথম টি-টোয়েন্টিতে উইকেটকিপিং করেছেন অধিনায়ক লিটন দাস।
সূত্র জানিয়েছে, প্রথম টি-টোয়েন্টিতেও উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলার ইচ্ছা ছিল জাকেরের। কিন্তু ফিজিও ট্রেনারদের পরামর্শে টিম ম্যানেজমেন্ট তাঁকে না খেলানোর সিদ্ধান্ত নেয়।