সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে সাধারণ বীমা করপোরেশনের গ্রাহকেরা এখন অনলাইনে ঘরে বসেই সব ধরনের ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং অন্যান্য ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। সোমবার এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও সাধারণ বীমা করপোরেশনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মো: মনিরুজ্জামান ও সাধারণ বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার বিবেকানন্দ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস, কাজী মো: ওয়াহিদুল ইসলাম ও মো: আবু সাঈদ, জেনারেল ম্যানেজার মো: আলী আশরাফ আবু তাহের, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল ও মো: আমিনুর রহমান খান, সাধারণ বীমা করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে মাকসুদুল আহসান ভূঁইয়া ও শাহ্ মুহাম্মাদ সানওয়ার আলমসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews