ম্যাচসেরার পুরস্কার উঠেছে ওপেনার পাতুম নিশাঙ্কার হাতে। কিন্তু ইএসপিএন ক্রিকইনফো বলছে, ম্যাচের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় অভিষিক্ত দুনিত ভেল্লালাগে।
হবেন নাই–বা কেন? শ্রীলঙ্কার হয়ে প্রথমবার টি–টোয়েন্টি খেলতে নেমে ভেল্লালাগে ৪ ওভার বল করে দিয়েছেন মাত্র ৯ রান, ১৬টি ডট, কোনো বাউন্ডারি খাননি, নিয়েছেন ৩ উইকেট। তাও যেনতেন উইকেট নয়, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইন আপের প্রথম চার ব্যাটসম্যানের তিনজনই তাঁর শিকার। এমন পারফরম্যান্সকে নির্দ্বিধায় স্বপ্নের অভিষেক বলা যায়।