আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবির একটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান) এর ২৪তম বার্ষিক সাধারণ সভা গতকাল রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিসেস মাহমুদা আক্তারসহ পরিচালক এবং শেয়ার মালিকরা উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় গত ৩০ জুন সমাপ্ত কোম্পানির ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক হিসাব অনুমোদিত হয়।
২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির ৪৮.৯০ কোটি টাকা নিট মুনাফা অর্জিত হয়েছে। ফলে কোম্পানির ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ার প্রতি আয় হয়েছে ৮২.৭৯ টাকা। সভায় কোম্পানির শেয়ার মালিকরা ২০২৩-২৪ অর্থবছরের জন্য ১১০% লভ্যাংশ (অন্তর্বর্তীকালীন ৬০% নগদ ও চূড়ান্ত ৫০% স্টক) অনুমোদন করেন। বিজ্ঞপ্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews