উইন্ডোজ ১১-তে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাসিস্ট্যান্ট যুক্ত হচ্ছে। মাইক্রোসফট তাদের কোপাইলট এবার চালু করে দিচ্ছে। কোপাইলটে আমরা এজ, অফিস অ্যাপ এবং গিটহাবে ব্যবহার হতে দেখেছি। এবার উইন্ডোজ ১১ তেই সরাসরি এই কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্ত থাকবে।

একবার চালু করলে কোপাইলট সবসময় সক্রিয় থাকবে। উইন্ডোজের হেড পানোস পানয় জানান এ কথা। ব্যবহারকারীর ব্যক্তিগত সহকারী হিসেবেই কোপাইলট কাজ করবে। যেকোনো কাজ দ্রুত করা কিংবা কোনো অ্যাপ ব্যবহারে সুবিধা বাড়ানোর জন্যই কোপাইলট থাকবে। এখন কোনো অ্যাপের ভেতর লেখা সংক্ষিপ্ত করা কিংবা সেটাকে আবার লেখা অথবা ব্যাখ্যার কাজও কোপাইলট করবে। বিং চ্যাটের মতো একটা ডায়লগ বক্স কোপাইলটে থাকবে। এখানেই আপনি প্রশ্ন করতে পারবেন বা সার্চ ইঞ্জিনের মতো কমান্ড দিতে পারবেন।

তবে সার্চ বার এখনই সরে যাচ্ছে না। কোপাইলট অনেকটা উইন্ডোজ ১০ এর করটানার মতো কাজ করবে। জুন থেকেই কোপাইলটের আপডেট উইন্ডোজ ১১ ব্যবহারকারীরা পেতে শুরু করবেন বলে জানা গেছে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews