চট্টগ্রাম: ইস্টডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। গতানুগতিক রাজনীতির পরিবর্তে জনকল্যাণমুখী ও জনবান্ধব রাজনীতির সূচনা করবেন তিনি।



মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে আগ্রাবাদ এক্সেস রোডের মানজুমা কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত শোকসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজনীতি, সরকার পরিচালনা, অর্থনীতি ও সংসদীয় কার্যক্রমকে যুগোপোযোগী করার জন্য তারেক রহমান ইতোমধ্যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।









উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক এসএম ফরিদুল আলমের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মোহাম্মদ জহুরের সঞ্চালনায়  সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিক বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দীন।  

বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দীন, সদস্য মোশারফ হোসেন ডিপ্টি, হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাংগীর আলম, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম মিন্টু, কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী ফাতেমা বাদশা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৫

এআর/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews