ফেনী: ভাষা শহীদদের প্রতি সালাম জানাতে ফেনীতে বর্ণমালা র‍্যালি ও কুরআন খতমসহ ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে মাদরাসাশিক্ষার্থীরা।  

বুকে লাল সবুজের পতাকা, হাতে বর্ণমালা নিয়ে র‌্যালি করেছে মাদরাসাশিক্ষার্থীরা।

মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাদরাসাশিক্ষার্থীদের এমন আয়োজন নজর কেড়েছে শহরবাসীর।  

জানা গেছে, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর মারকায ওমর মাদরাসার উদ্যোগে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম, বর্ণমালা র‍্যালির আয়োজন করা হয়।

এই র‍্যালিতে অংশ নেয় মাদরাসার ২০০ শতাধিক শিক্ষার্থী। র‍্যালিটি ফেনীর একাডেমি রোড থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে একাডেমি মাদরাসা প্রাঙ্গণে শেষ হয়।

এছাড়াও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাদরাসাটিতে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা অন্যতম।

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৪
এসএইচডি/এসএসএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews