ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের শৈশব কাটে বোর্ডিং স্কুলে। নিজের শিক্ষাজীবন আর কর্মজীবনের স্মৃতিচারণা করে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘স্কুলে টাই আর ব্লেজার পরাই ছিল রীতি। চাকরি করতাম এমন এক বিলেতি সংস্থায়, যেখানে সন্ধ্যাবেলা থিয়েটার বা সিনেমা দেখতে যাওয়ার সময়ও স্যুট পরতে হতো। কিন্তু ওই দমবন্ধ বছরগুলোতেও আমি মনে মনে ছিলাম হিপি আন্দোলনের অনুসারী। সেই পাঁচ বছর বয়সে শুরু করে, চাকরিতে ইস্তফা দেওয়ার দিন পর্যন্ত কোনো বিরতি ছাড়াই মঞ্চে অভিনয় করে গেছি। অবশেষে ১৯৭৬ সালে, ৩০ বছর বয়সে, নিউইয়র্কের চাকরি ছেড়ে মানিকদার (সত্যজিৎ রায়) দরজায় কড়া নাড়ি।’
ভারত ও ভারতের বাইরের অনেক পরিচালকের সঙ্গে কাজ করলেও সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’ তাঁর ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে। সত্যজিতের ‘ঘরে বাইরে’ ও ‘পিকু’তেও অভিনয় করেছেন তিনি। বাংলা ‘আগুন’, ‘দেবতা’, ‘লাঠি’ ছবিগুলোতে ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। গত শতকের আশির দশকে তিনি কলকাতার বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews