ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছনুয়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নুর মোহাম্মদ (৩৬) নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ফেনী সদর উপজেলার ছনুয়া নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ চট্টগ্রামের লোহাগড়া উপজেলার রশিদের পাড়ার এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে চলার সময় ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের ছনুয়ায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ আটকে যায়। খবর পেয়ে ফেনী থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ওই স্থানে গিয়ে হাইওয়ে পুলিশের সহযোগিতায় চালক নুর মোহাম্মদকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর (মুহুরীগঞ্জ) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ খান চৌধুরী সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে ট্রাকচালকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।বিডি প্রতিদিন/এএ