বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় নাটক। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন অভিনেত্রী। ২০১৩ সালে মডেলিং শুরু করেন তাসনুভা তিশা। এরপর মোস্তফা কামাল রাজের নাটক ‘লাল খাম বনাম নীল খাম’ দিয়ে নাটকে অভিষেক হয় তার। 

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তাসনুভা তিশা বলেন, আমি কখনই ক্রিকেট খেলা শিখিনি। সেটি এখন শেখার চেষ্টা করছি। কিন্তু আমার ব্যাটিং অনেক পছন্দ। অভিনেত্রী বলেন, কারণ আমি ছোটবেলা থেকেই খুব চাইতাম, যখন এলাকার ছেলেরা খেলত, তাদের কাছে যেতাম আর বলতাম—খেলায় নেও আমাকে, তবে তারা খেলায় নিত না। কারণ আমার ব্যাট ছিল না বলে।

সামনে কুরবানি ঈদের কাজ প্রসঙ্গে তিনি বলেন, এই তো কুরবানি ঈদের কাজ নিয়ে ব্যস্ত। ঈদের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছি। শুটিং চলছে, সামনে আরও শুটিং আছে। 

বলিউড প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, বলিউডে আমার অনেক প্রিয় অভিনেতা-অভিনেত্রী আছেন। দীপিকা পাড়ুকোন কর্মাশিয়াল সিনেমার জন্য বেস্ট। রাধিকা আপ্তে আমার সবচেয়ে ফেভারিট। দীপিকার চেন্নাই এক্সপ্রেসের ডায়ালগগুলো বেশি মজা বলে জানান অভিনেত্রী।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews