রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনে পরীক্ষামূলকভাবে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন।
শুক্রবার এক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণ করে পুতিন বলেন, রাশিয়ার কাছে যথেষ্ট সংখ্যক উচ্চগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, এবং তারা ইউক্রেনে এগুলোর পরীক্ষা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান অনলাইন।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনে নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে প্রথমবারের মতো ‘ওরেশনিক’ নামের এই ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে সফল পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতেও এর পরীক্ষা চালানোর পরিকল্পনা ঘোষণা করেছেন।
অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নতুন এই ঝুঁকি মোকাবিলায় কিয়েভ পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করছে। ক্রেমলিনের মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কর্তৃক সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাব হিসেবে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর প্রশাসন ইউক্রেনকে রাশিয়ায় হামলার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন, যার ফলে ওয়াশিংটন ও কিয়েভের সঙ্গে মস্কোর উত্তেজনা তীব্র হয়েছে।
শুক্রবার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, 'প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করব, বিশেষ করে যদি রাশিয়ার নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি সৃষ্টি হয়।' তিনি আরও জানান, 'ওরেশনিক' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে সক্ষম এবং এর উৎপাদন অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। 'ওরেশনিক' নামটি একটি বিশেষ ধরনের বৃক্ষ, 'হ্যাজেল ট্রি'-এর নামে রাখা হয়েছে। নতুন এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম, যা আগে কখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
পেন্টাগন জানিয়েছে, 'ওরেশনিক' ক্ষেপণাস্ত্রটি 'আরএস-২৬ রুবেজ' নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো শব্দের চেয়ে অন্তত পাঁচ গুণ বেশি গতিতে চলতে পারে এবং যাত্রাপথের মাঝে কৌশল পরিবর্তন করতে সক্ষম। এর ফলে, এগুলো শনাক্ত করা ও আটকানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে।
নতুন এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষায় পুতিন উচ্ছ্বসিত হলেও এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। জেলেনস্কি বলেন, অন্য দেশকে সন্ত্রাসের জন্য ব্যবহার করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো স্পষ্টতই একটি আন্তর্জাতিক অপরাধ। এ ঘটনায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো ইউক্রেনের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছে।
বিডি প্রতিদিন/এমএস