বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ভূমিকা রাখার। 

শনিবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে হাতিরঝিল থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করতে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হাতিরঝিল পূর্ব থানা আমীর অ্যাডভোকেট জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার। বক্তব্য দেন হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লা, পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন ও পশ্চিম থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম।

জোবায়ের বলেন, জামায়াত একটি আপোষহীন আন্দোলনের নাম। গত ৫৪ বছরে যারা শাসন করেছে, তারা এই দেশকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। জামায়াত সেই দায়িত্বশীলতার জায়গা থেকে সকলকে নিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ ৭ দফা আদায়ের লক্ষ্যকে সামনে রেখে একটি ঐতিহাসিক মাইলফলক হবে। মগবাজার এলাকার সকল জনশক্তিকে এই কর্মসূচি সফল করতে নিরলস পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

এমবি//




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews