সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না নুরুল হাসান সোহান। বৃথা গেছে তার ৯৩ বলের ১০০ রানের ইনিংস। সোহানের দল ধানমন্ডি ক্লাব হেরে গেছে মোহামেডানের কাছে। মিরপুরে মোহামেডানের জয় ২৩ রানে।

শুক্রবার (২১ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও ধানমন্ডি ক্লাব। যেখানে আগে ব্যাট করে ৬ উইকেটে ২১৬ রান তুলে সাদা-কালোরা। জবাবে ৪৩.৩ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় ধানমন্ডি।

রান তাড়ায় নেমে মাত্র ৭৯ রানের মাঝেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় ধানমন্ডি। হাবিবুর রহমানের ৩১ ছাড়া যেখানে বলার মতো স্কোর ছিল না আর কারো। তবে সেখান থেকেই দলের হাল ধরেন সোহান।

একাই ইনিংস টানেন তিনি। সাথে থাকা আর কেউ পারেননি ২০ রানের গণ্ডি পেরোতে। শেষ দিকে ১৮ রান করেন মাসুম খান। সাইফুদ্দিন-তাসকিনদের তোপে ছোট লক্ষ্যটাও পেরোতে পারেনি ধানমন্ডি। সাইফুদ্দিন ৩, তাসকিন ও তাইজুল নেন দুটো করে উইকেট।

এর আগে, নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করেছিল মোহামেডান। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন তাওহীদ হৃদয়। এছাড়া মাহিদুল অঙ্কন ৪৪ আর রনি তালুকদার করেন ৩৯ রান।

অধিনায়ক তামিম ইকবাল ৫৩ বলে করেন ২৬ রান। মুশফিকুর রহিম করেন ১৩ বলে ৬। অন্যদিকে ধানমণ্ডির পক্ষে ৫৪ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট নেন কামরুল ইসলাম।

দিনের অন্য ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে প্রাইম ব্যাংককে ৯ উইকেটের জয় এনে দিয়েছেন মোহাম্মদ নাইম শেখ। আজ বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ১৫৯ রানেই অলআউট হয় শাইনপুকুর।

ব্যাটসম্যানদের মাঝে ৬৮ বলে সর্বোচ্চ ৩৮ রান করেন ফারজান আহমেদ, ৫৯ বলে ২৯ রান করেন শাহরিয়ার সাকিব। বল হাতে ৯.৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নেন শফিকুল ইসলাম।

লক্ষ্য তাড়ায় ১২০ রানের উদ্বোধনী জুটি পেয়ে যায় প্রাইম ব্যাংক। ৪৮ বলে ৪৭ রান করে সাব্বির হোসেন আউট হলেও ৬৪ বলে ১০৪ রানে অপরাজিত থাকেন নাইম।

অন্যদিকে টানা ষষ্ঠ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী। আজ বিকেএসপিতে টেবিলের দুইয়ে থাকা গাজী গ্রুপকে হারিয়েছে ২ উইকেটে। গাজী গ্রুপের দেয়া ২০০ রানের লক্ষ্য ৩৫ ওভারে পেরিয়ে যায় আবাহনী।

৭৬ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ওপেনার এনামুল হক। ৫২ বলে ৪২ রান আসে ওয়াসী সিদ্দিকীর ব্যাটেও। বল হাতে নায়ক হন মুমিনুল হক। ৬.১ ওভারে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

রান তাড়ায় শুরুতে ২ উইকেট পরে গেলেও মোহাম্মদ মিঠুন আর নাজমুল শান্ত মিলে এগিয়ে নেন দলকে। মিঠুন ৭৭ বলে ৭৬ ও ৬৩ বলে ৪৩ রান করে আউট হোন শান্ত। এরপর দ্রুত আরো ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আবাহনী।

তবে সেই বিপদ বড় হয়নি। স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে আবাহনী। গাজী গ্রুপের হয়ে শেখ পারভেজ জীবন নেন ৩ উইকেট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews