অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরাইলি হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১০০০ জনের বেশি। 

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত ১৭ মাসে মোট ৫০,০২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১,১৩,২৭৪।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ‘এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না’।

এ বিষয়টি সামনে এনে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় প্রকৃত নিহতের সংখ্যা ৬১,৭০০ জনেরও বেশি হতে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই হামলার ফলে সেখানে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। 

অন্যদিকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা সালাহ আল-বারদাওয়িল নিহত হয়েছেন। তিনি শনিবার খান ইউনিস শহরে হামলায় প্রাণ হারান বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। সূত্র: আল-জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews