পলায়নকৃত স্বৈরাচারের সঙ্গে যারা জড়িত আছেন, তাদের কাউকে বিএনপি গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।  

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে ‘জাতীয় সংসদ নির্বাচনে দলকে নির্বাচনমুখী ও সার্বিক প্রস্তুতি গ্রহণ’-এর লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কর্মীসভায় তিনি এ কথা বলেন।



ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব কাকে দেবে। কোনো অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না।







জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে ফেরত দেওয়ার সুযোগ দিন। বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন এটি হবে না।

একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে ডা. জাহিদ বলেন, ‘আমরা মনে করি, এই দেশটা সবার। আমরা শ্রদ্ধা জানাই আবু সাইদ, মুগ্ধদের। কিন্তু আমরা ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতাকে অবজ্ঞা করতে পারবো না। অতএব, মনে রাখতে হবে, যার যা অবদান আছে সেটা স্বীকার করতে হবে। কোনো অবস্থাতেই গায়ের জোরে গণতন্ত্র চলে না। জন-আকাঙ্ক্ষা হচ্ছে সংবিধান। সংবিধান ছিঁড়ে ফেলার আপনি কে? সংবিধান পরিবর্তনের মালিক জনগণ, তাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে সিদ্ধান্ত নেবে, কী কী পরিবর্তন হবে। ’

তিনি আরও বলেন, এই সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছে, ভালোবেসে এদেশের মানুষ দায়িত্ব দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে এই জোয়ার-ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে না। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। বিএনপিকে নিয়ে কটাক্ষ করবেন আর দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে এমনটা ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।  

উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রমুখ এই কর্মীসভায় উপস্থিত ছিলেন।  

আরএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews