চুনতি ডট কম শিক্ষাসামগ্রী উপহার ২০২৪ বিতরণ গতকাল শনিবার চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সপ্তমবারের ধারাবাহিক এই আয়োজনে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক শ্রেণীর ৩৭০-এর অধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ভিসি প্রফেসর ড. আলহাজ মাওলানা আবু বকর রফিক আহমদ। চুনতি ডটকম এর আয়োজনে ও শুভানুধ্যায়ীদের বদান্যতায় একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন এডমিন প্যানেল সদস্য যাহেদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল। চুনতি ডট কমের পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজি আরিফুল ইসলাম । শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডেপুটি বাড়ি মোস্তাফিজুর রহমান খান ফাউন্ডেশন সভাপতি ও শিক্ষাসামগ্রী বিতরণের প্রধান পৃষ্ঠপোষক ইউএস অ্যাম্বাসির সাবেক সিনিয়র কর্মকর্তা বোরহান উল্লাহ খান, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট উপদেষ্টা মাসুদ খান এফসিএ এফসিএমএ, সরকারি কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।