চুনতি ডট কম শিক্ষাসামগ্রী উপহার ২০২৪ বিতরণ গতকাল শনিবার চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সপ্তমবারের ধারাবাহিক এই আয়োজনে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক শ্রেণীর ৩৭০-এর অধিক সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ভিসি প্রফেসর ড. আলহাজ মাওলানা আবু বকর রফিক আহমদ। চুনতি ডটকম এর আয়োজনে ও শুভানুধ্যায়ীদের বদান্যতায় একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনা করেন এডমিন প্যানেল সদস্য যাহেদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন এ এইচ এম শাকিল। চুনতি ডট কমের পক্ষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাজি আরিফুল ইসলাম । শুভেচ্ছা বক্তব্য রাখেন- ডেপুটি বাড়ি মোস্তাফিজুর রহমান খান ফাউন্ডেশন সভাপতি ও শিক্ষাসামগ্রী বিতরণের প্রধান পৃষ্ঠপোষক ইউএস অ্যাম্বাসির সাবেক সিনিয়র কর্মকর্তা বোরহান উল্লাহ খান, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট উপদেষ্টা মাসুদ খান এফসিএ এফসিএমএ, সরকারি কলেজ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসেন ছিদ্দিকী, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews