যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র। আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) এই ড্র অনুষ্ঠিত হবে। এবারের আয়োজন ঘিরে ৎদর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ও ঝলমলে সব আয়োজন

তবে ভিসা জটিলতায় ‘ড্র’ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছিল ইরান। দেশটির ফুটবল ফেডারেশন থেকে বলা হয়েছিল, আবেদনকৃত পূর্ণ সদস্য ভিসা না পেলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ড্র’ অনুষ্ঠানে অংশ নেবে না তারা।

তাৎক্ষণিক ভিসা বাতিল হওয়ার বিষয়টি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অবহিত করেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদী তাজ। এরপরই ভ্রমন নিষেধাজ্ঞায় শিথিলতা আনে যুক্তরাষ্ট্র। এতে অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ থাকছে তাদের।

গত জুনে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ১২ দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল। যার মধ্যে ইরানও রয়েছে। তবে বড় ক্রীড়া ইভেন্ট যেমন বিশ্বকাপ, অলিম্পিকের অ্যাথলেট, কোচ বা প্রয়োজনীয় সদস্যদের বিশেষ ছাড়ের কথা বলা হয়েছিল।

বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের জন্য প্রাথমিকভাবে ইরানের চার সদস্যকে ভিসা দেয় যুক্তরাষ্ট্র। সেই কারণে বয়কটের ঘোষণা দেয় পশ্চিম এশিয়ার দেশটি। পরে ফিফা সভাপতির হস্তক্ষেপে সমাধান হয় এবং সিদ্ধান্ত প্রত্যাহার করে ইরান।

যুক্তরাষ্ট্র ছাড়াও ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো ও কানাডা। এবারের আসর প্রথমবারের মতো ৪৮ দলের মধ্যে অনুষ্ঠিত হবে।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews