উদ্যোক্তা জেবিন সুলতানার উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা সরল নয়। তিনি বলেন, ‘আমার এক ছেলে এক মেয়ে। সবকিছু একাই সামলাতে হয়। শুরুর দিনগুলো এমন ছিল—ছোট্ট বাচ্চাকে নিয়ে স্কুলে যেতাম; কিন্তু সঙ্গে থাকত একটা কাপড়ের ব্যাগ। স্কুলের সামনে অনেক মা থাকতেন, আমি তাঁদের কাছে পোশাক বিক্রি করতাম। এর পরই ২০২০ সালে শুরু হলো করোনা মহামারি। তখন সরাসরি বিক্রি বন্ধ হয়ে গেল।’

করোনাকালে বিভিন্ন ফেসবুকের গ্রুপে যুক্ত হন জেবিন। বিভিন্ন পরামর্শ পান সেখান থেকে। ফেসবুকে তাঁর প্রোফাইল ছিল; কিন্তু কোনো পেজ ছিল না। পরিচিত একজনের সাহায্যে ফেসবুকে পেজ খোলেন তিনি। নিজের ডাকনামে পেজের নাম দিলেন জারা ফ্যাশন। তিনি বলেন, ‘ধীরে ধীরে আমার ব্যবসার পরিধি বাড়তে থাকে। ফেসবুকের মাধ্যমেই বিক্রি হয়। ছোট একটা কারখানাও চালু করলাম। চার–পাঁচজন কর্মী নিয়ে ভালোই চলছিল।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews